বগুড়া জেলা পরিষদে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও প্রশিক্ষণ সনদ বিতরণ
বগুড়া সংবাদদাতা: বগুড়া জেলা পরিষদের অর্থায়নে ২০১৮-২০১৯ অর্থ বছরে বগুড়া জেলার মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান ও জেলার শিক্ষিত বেকার যুবক ও যুব মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য বেসিক ড্রাইভিং প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়েছে। রোববার বেলা ১২ টায় জেলা পরিষদ মিলনায়তনে উক্ত অনুষ্ঠানে ১৮৮ জন ছাত্র-ছাত্রীদের মাঝে দশ লক্ষ বিশ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয় এবং ৫০ জন শিক্ষিত বেকার যুবক ও যুব মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ দিয়ে তাদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। জেলা পরিষদের চেয়ারম্যান ডা: মো: মকবুল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রাগেবুল আহসান রিপু। স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আমিরুল ইসলাম (উপ সচিব)। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোছাঃ নাজনীল নাহার, জেলা পরিষদের সদস্য মোঃ মাফুজুল ইসলাম রাজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মোঃ রেজাউল করিম মন্টু, এ.আই. ফয়সাল খান, মোছাঃ ছামছুন্নাহার আকতার বানু, মোঃ আব্দুল করিম সহ আমন্ত্রীত অতিথিবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা পরিষদের সদস্য এস.এম রুহুল মোমিন তারিক।