দুপচাঁচিয়া পৌর নির্বাচনে বিএনপি প্রার্থীর জয়লাভ
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বিজয়ী হয়েছেন।
সোমবার (১৩ জানুয়ারী) শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী জাহাঙ্গীর আলম পেয়েছেন ৬ হাজার ৬৫৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র বেলাল হোসেন পান ৫ হাজার ৬৪২ ভোট। আর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এনামুল হক রানা নৌকা প্রতীক নিয়ে পান ১ হাজার ২১ ভোট। আরেক স্বতন্ত্র প্রার্থী হাজী আহম্মেদ আলী মোবাইল ফোন প্রতীক নিয়ে পান ৩৩৫ ভোট। সন্ধ্যায় দুপচাঁচিয়া উপজেলা পরিষদে নির্বাচনের বেসরকারী ফলাফল ঘোষনা করেন নির্বাচনের রির্টানিং কর্মকর্তা জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ।
এর আগে সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত প্রথমবারের মত ইভিএম এর মাধ্যমে ভোট দেন পৌর এলাকার ভোটারেরা।