জমি অধিগ্রহনের টাকা না পেয়ে কৃষকের সংবাদ সস্মেলন
ধুনট (বগুড়া) প্রতিনিধি.
পৈত্রিক সম্পত্তির উপর ভূমি অধিগ্রহনের নামে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করার পরও ওই সম্পত্তির ক্ষতিপূরনের টাকা না পাওয়ায় লোকমান হোসেন নামে এক কৃষক ধুনট মডেল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। সোমবার বিকেলে কাজিপুর উপজেলার সোনামুখি ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর গ্রামের দরিদ্র কৃষক লোকমান হোসেন এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
লিখিত সংবাদ সম্মেলনে কৃষক লোকমান হোসেন বলেন, সোনামুখি ইউনিয়নের কৃষ্ণ গোবিন্দপুর মৌজার ৪২৩ নং খতিয়ানের ৫৪৯৭ নং দাগের ৩৪শতক পৈত্রিক সম্পত্তি ও একই খতিয়ানের ৫৪৯৮নং দাগের তার চাচার ৩৩ শতক সহ মোট ৬৭ শতক জমিতে স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান সহ গণ্যমান্য লোকজন হুকুম দখলের কথা বলে ২০১৭ শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মান কাজ শুরু করেন। কিন্তু ওই স্টেডিয়াম নির্মান কাজ সমাপ্ত হলেও গত দুই বছরেও আমরা জমির ক্ষতিপূরনের কোন টাকা পয়সা না পেয়ে অনাহারে দিন যাপন করছি। এবিষয়টি নিয়ে বিভিন্ন মহলে দিনের পর দিন ধরনা দিয়েও কোন প্রতিকার পাচ্ছি না। তাই আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে আমার জমির ক্ষতিপূরণের টাকার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।