বগুড়া ট্যাক্স ল-ইয়ার্স এ্যাসোসিয়েশন এর নব-নির্বাচিত কমিটির অভিষেক
বগুড়া সংবাদদাতা: বগুড়া শহরের উপশহরস্থ কর ভবনে ট্যাক্স ল-ইয়ার্স এ্যাৃসোসিয়েশনের সভাপতি মোঃ আব্দুল হামিদ তোতার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কর অঞ্চল বগুড়ার কর কমিশনার স্বপন কুমার রায়। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকারি আয়কর প্রতিষ্ঠান হচ্ছে দেশ উন্নয়নের বাতিঘর। এ প্রতিষ্ঠানের সাথে আপনারা অঙ্গাঅঙ্গিভাবে সম্পৃক্ত। আপনারা হচ্ছেন করদাতা ও করদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধি।
তাদের আয়কর সঠিকভাবে ও স্বচ্ছতার ভিত্তিতে প্রদানে সহযোগিতা করার অর্থই হচ্ছে দেশের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখা। এ নতুন নেতৃত্ব দ্বারা আগামী দিনে এই প্রতিষ্ঠানটি দেশের অন্যতম কর আদায় প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পাবে এ প্রত্যাশা রাখছি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুগ্ম কর কমিশনার মোঃ মাসুম বিল্লাহ, উপ-কর কমিশনার (সদর দপ্তর) মোঃ হাবিবুর রহমান। অন্যান্যেদের মধ্যে বক্তব্য রাখেন এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক মোঃ মোখলেছুর রহমান, এ্যাড. খুরশিদ রহমান, এ্যাড. এমাজ উদ্দিন (হামিদ), এ্যাড. নজরুল ইসলাম বুলু, মোঃ ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক এ্যাড. কামাল উদ্দিন, ট্রেজারার এ্যাড. নারজুবা আক্তার, মোঃ আব্দুর রহমান, এ্যাড. সরদার এজাজ মতিন ও মিঃ জীবন চন্দ্র পোদ্দার প্রমূখ। এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি এ্যাড. হাবিব হাসান মামুন এর সঞ্চালনায় নব-নির্বাচিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও ব্যাজ পরানো হয়।