শেরপুরে মুজিববর্ষ উপলক্ষে ভিক্ষুক পুণর্বাসন শুরু
ষ্টাফ রির্পোটার: মুজিববর্ষ উপলক্ষে স্থায়ীভাবে ভিক্ষুক মুক্ত বাংলাদেশ গঠনে ও পুর্নবাসনে সহায়তা করতে বগুড়ার শেরপুর উপজেলার ভিক্ষুক পুণর্বাসন কার্যক্রম শুরু করা হয়েছে। বগুড়ার শেরপুরে ভিক্ষুক পুনর্বাসনের জন্য দশজন ভিক্ষুকের অনুকূলে বরাদ্দকৃত দোকান ঘর সহ দোকানের মালামাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ লিয়াকত আলীর সভাপতিত্বে ১ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শেরপুর ধুনট এলাকার জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব হাবিবর রহমান । এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহ জামাল সিরাজী, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু ,পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মকবুল হোসেন , শেরপুর থানার সেকেন্ড অফিসার এবাদ আলী মোল্লা প্রমূখ উপস্থিত ছিলেন । শেষে দশজন ভিক্ষুকের প্রত্যেককে একটি করে দোকান ঘর ও দোকানের মালামাল প্রদান করা হয়।