স্থানীয় খবর
শেরপুরে জেলা পরিষদ সদস্য ভূট্টো’র শীতবস্ত্র বিতরণ
শহর প্রতিনিধি: জেলা পরিষদের উদ্যোগে বগুড়ার শেরপুর উপজেলার দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন জেলা পরিষদ সদস্য ও শেরপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান ভূট্টো।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ৯ টায় শেরপুরের উলিপুরস্থ জেলা পরিষদ সদস্যের নিজ বাসভবনস্থ কার্যালয় থেকে এসব শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
বিতরণকালে শহর যুবলীগের সভাপতি ফেরদৌস জামান মুকুল, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, শহর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, যুবলীগ নেতা রনজিত কুন্ডু, মাহবুব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলা পরিষদের অর্থায়নে শেরপুর উপজেলার বিভিন্ন গ্রামের প্রায় শতাধিক দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে শীত নিবারণের কম্বল বিতরণ করা হয়।