স্থানীয় খবর

বগুড়ায় এমওপি লোকাল কো-অর্ডিনেটর কোর্সের

Spread the love

বগুড়া সংবাদদাতাঃ বাংলাদেশ স্কাউটস এর ম্যাসেঞ্জার অব পিস (এমওপি) বিভাগের উদ্যোগে বগুড়া জেলা রোভারের ব্যবস্থাপনায় ১২-১৪ জানুয়ারী’২০ইং ৩দিন ব্যাপী পলিটেকনিক ইনস্টিটিউট বগুড়ায় এমওপি লোকাল কো-অর্ডিনেটর কোর্সের ট্রেনিং ক্যাম্প সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে কোর্সে অংশগ্রহণকারী আরএসএল, রোভার ও গার্ল ইন রোভারদের মাঝে শপথনামা বিতরণ ও প্রধান অতিথি বক্তব্য রাখছেন বগুড়া জেলা রোভারের সভাপতি ও জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ।
এ সময় উপস্থিত ছিলেন পলিটেকনিক ইনস্টিটিউট বগুড়ার অধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব) জয়নাল আবেদীন, বিভিন্ন বিভাগের প্রধান, কোর্স কো-অর্ডিনেটর ও জেলা রোভারের সম্পাদক এমদাদুল হক। আরও উপস্থিত ছিলেন জেলা রোভারের যুগ্ম সম্পাদক আরিফুর রেজা, কোষাধ্যক্ষ সৈয়দ মোস্তফা কামাল, ডিআরএসএল নুরউদ্দিন মোঃ আলমগীর, স্কাউটার বাবুল হোসাইন, স্কাউটার শফিকুল ইসলাম,স্কাউটার মোকছেদ আলী, স্কাউটার রেজওয়ান ইবনে কাফি, ট্রেনার আরএসএল সায়িদ বাসিত, রোভার রাজিব হোসেন, রাকিবুল ইসলাম রাহাত, মাহবুবুর রহমানসহ জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণকারী ২৮জন রোভার ও গার্ল ইন রোভার সদস্যবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close