শেরপুরে দিনব্যাপী স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত
ষ্টাফ রির্পোটার: বগুড়ার শেরপুরে পৌর প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে বৃহস্পতিবার দিনব্যাপী স্কাউটিং বিষয়ক এক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয় । সকাল দশটায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী অঞ্চলের আঞ্চলিক উপ-কমিশনার আঞ্জুমান আরা। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা স্কাউটস এর সভাপতি ও উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী শেখ। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা স্কাউটস এর কমিশনার ও উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহ জামাল সিরাজী, উপজেলা স্কাউটস এর সহ-সভাপতি ও সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আমির হামজা, উপজেলা শিক্ষা কর্মকর্তা মিনা পারভিন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো: আবদুল মতিন চৌধুরী, উপজেলা স্কাউটসের সহকারি কমিশনার শাহনাজ পারভীন প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা স্কাউটস এর যুগ্ম-সম্পাদক মাহমুদ রেজা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যদেন উপজেলা স্কাউটস এর সম্পাদক সুধীন্দ্রনাথ রায়।