স্থানীয় খবর
জাতীয় শিশু পুরুষ্কার প্রতিযোগিতা বিভাগীয় পর্যায়েও শেরপুরের শিশুদের সাফল্য
ষ্টাফ রির্পোটার: গত ১৬ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় শিশু পুরুষ্কার প্রতিযোগিতা-২০২০ এ রাজশাহী বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় ২৩ টি ক্যাটগরির মধ্যে ৬ টিতেই ১ম স্থান অধিকার করেছে শেরপুরের শিশুরা। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে ৭ জন ২য় স্থান ও ২ জন ৩য় স্থান অধিকার করেছে। ১ম স্থান অধিকারীগণ জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে। শেরপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী শেখ ও সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু তাদেরকে শুভেচ্ছা সহ অভিনন্দন জানিয়েছেন। জাতীয় পর্যায়েও তারা যাতে ভাল করতে পারে সেজন্য সকলের নিকট তারা দোয়াপ্রার্থী।