বিনোদন
অভিনেত্রী শাবানা আজমি সড়ক দুর্ঘটনায় আহত
শেরপুর ডেস্ক: সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ভারতের বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি। দেশটির মহারাষ্ট্রের রায়গড় জেলার খালাপুর এলাকার মুম্বাই-পুনে এক্সপ্রেসওয়েতে তিনি দুর্ঘটনার কবলে পড়েন। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, শনিবার বিকেল সাড়ে ৩ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে সে সম্পর্কে নিশ্চিতভাবে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
প্রতিবেদনে জানা যায়, একটি ট্রাকের সঙ্গে শাবানা আজমির গাড়ির ধাক্কা লাগে। এতে দুমড়ে-মুচড়ে গেছে গাড়ির সামনের অনেকটা অংশ। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্ঘটনার পরেই শাবানা আজমিরকে নভি মুম্বাইয়ের এমজিএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই আপাতত চিকিৎসাধীন রয়েছেন অভিনেত্রী।