স্থানীয় খবর
বাংলা স্কুল এর গৌরবের ১৭৫ বছর উদযাপনে বগুড়ায় সাইকেল র্যালী
প্রেস বিজ্ঞপ্তি ঃ আগামী ২৮ ফেব্রুয়ারী ’২০২০ অনুষ্ঠিতব্য বগুড়া পৌর উচ্চ বিদ্যালয় –বাংলা স্কুল এর গৌরবের ১৭৫ বছর উদযাপনে পুনর্মিলনীর প্রচার ও প্রকাশনা কমিটির আয়োজনে অদ্য ১৮ জানুয়ারি ২০২০ শনিবার, সকাল ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এক বিশাল সাইকেল র্যা্লি গোটা শহর প্রদক্ষিন করে।
সাইকেল র্যাালি উদ্বোধন করেন স্কুলের ১৯৬৪ ব্যাচের প্রাক্তন ছাত্র, বীর মুক্তিযোদ্ধা লায়ন, একেএম জাহেদুল ইসলাম (দুলাল)। এসময় উপস্থতি ছিলেন পুনর্মিলনীর উদযাপন কমিটির আহ্বায়ক জনাব, তপন চক্রবর্তী এবং সর্ব জনাব, স্বপন রেজা, সানাউল হক দুলাল, মুনশী তারিকুল আলম ডলার, আরিফ রেহমান, ফরহাদ হোসেন, আতিকুর রহমান জুয়েল, হাফিজার রহমান জ্যাকি, রেজাউল ইসলাম, মইনুল ইসলাম সোহান প্রমুখ ।