খেলাধুলা
পাকিস্তানের বিপক্ষে টাইগারদের টি-টোয়েন্টি দল ঘোষণা
শেরপুর ডেস্ক: মাহমুদউল্লাহ রিয়াদকে অধিনায়ক করে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। স্কোয়াডে নতুন মুখ হাসান মাহমুদ। মুশফিকুর রহিম না থাকলেও দলে আছেন তামিম ইকবাল।
আগামী ২২ জানুয়ারি পাকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। ২৪, ২৫ ও ২৭ জানুয়ারি লাহোরে পাকিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগার বাহিনী। ২৮ জানুয়ারি দেশে ফিরবে তারা।
বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মোহাম্মদ মিথুন, আফিফ হোসেন, মাহাদী হাসান, আমিনুর ইসলাম বিপ্লব, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আল-আমিন হোসেন, রুবেল হোসেন ও হাসান মাহমুদ।