বিনোদন

‘সবার চোখে আমি পানি দেখেছি’-জাহ্নবী কাপুর

Spread the love

শেরপুর ডেস্ক: তারকা হওয়ার আগেই ‘তারকা’ জাহ্নবী কাপুর। শ্রীদেবীর মেয়ে হওয়ায় খুব ছোট থেকেই তারকাদের সঙ্গে তার বেড়ে ওঠা। তাই তারকা খ্যাতি খুব বেশি আলাদাভাবে দেখার সুযোগ হয়নি তার। তবে তারকা সন্তান হিসেবে শুধু নয়, নিজের যোগ্যতার প্রমাণও তিনি দিয়েছেন মাত্র একটি সিনেমা দিয়েই।
ভারতীয় বায়ুসেনার পাইলট গুঞ্জন সাক্সেনার চরিত্রে অভিনয় করছেন জাহ্নবী। কিছুদিন আগেই সেই ছবির পোস্টারও সামনে এসেছে। ছবির শুটিংয়ের বেশকিছু মুহূর্তের ছবিও সোশ্যাল মিডিয়ায় আগেই পোস্ট করেছেন তিনি। সিনেমায় অভিনয় করতে নিজহাতে হেলিকপ্টার উড়িয়েছেন। তবে তার সঙ্গে ছিলেন পাইলট ফ্রাঞ্চেসকো। শুটিং চলাকালীন জাহ্নবী এতক্ষণ হেলিকপ্টারে কাটিয়েছিলেন যে, তিনি প্রায় সবটা শিখে গিয়েছিলেন! তাই তার হাতে কন্ট্রোল দিয়ে দেন ফ্রাঞ্চেসকো।
১ বছর ধরে চলে এই সিনেমাটির শুটিং। প্রতিদিন জাহ্নবী বলতেন, ‘আমি উড়তে চাই। আমি পাইলট হতে চাই।’ তাই যেদিন তিনি সত্যিই হেলিকপ্টার ওড়ালেন সেদিন সেটের সবার চোখে জল চলে এসেছিল। সেই মুহূর্তের কথাও বর্ণনা করেছেন জাহ্নবী।
জাহ্নবি বলেন, ‘আমার অনেক ইচ্ছা ছিল নিজের হাতে হেলিকপ্টার ওড়াবো। অনেকদিন ধরে আমার ইচ্ছার কথা সবার কাছে বলছিলাম। যেদিন সত্যি নিজে ওড়াতে পারলাম সেদিন আমার মতো টিমের সবাই বেশ খুশি হয়। আর সবার চোখে আমি পানি দেখেছি।’
সম্প্র্রতি ‘দোস্তানা টু’ ছবির শুটিং শুরু করেছেন জাহ্নবী কাপুর। দোস্তানার সিক্যুয়েলে জাহ্নবী কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন কার্তিক আরিয়ান। সম্প্র্রতি কার্তিক আরিয়ানের জন্মদিনের পার্টিতে জাহ্নবীর হাত ধরে নিয়ে যেতে দেখা যায় কার্তিক আরিয়ানকে।
দোস্তানা টু-এর পর জাহ্নবীর হাতে রয়েছে তখত। করণ জোহরের এই সিনেমায় কারিনা, রণবীর সিং, আলিয়া, বিকি কৌশলদের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন জাহ্নবী কাপুর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close