ক্যাম্পে গিয়ে রোহিঙ্গাদের কথা শুনবেন বিশ্বনেতারা
শেরপুর ডেস্ক: আট মুসলিম রাষ্ট্রের জোট ডি ৮-এর ঢাকা সম্মেলনে রোহিঙ্গা ইস্যুই হবে মুখ্য আলোচনা। আগামী মে মাসে ওই শীর্ষ সম্মেলনে যোগ দিতে দেশে আসা রাষ্ট্র ও সরকারপ্রধানরা একদিন কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে কাটাবেন। এভাবেই সাজানো হচ্ছে সম্মেলনের সূচি। সম্মেলন প্রস্তুতির সঙ্গে যুক্ত বাংলাদেশ সরকারের দায়িত্বশীল প্রতিনিধিরা জানিয়েছেন, বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের জীবনের ওপর দিয়ে বয়ে যাওয়া বর্মি ঝড়ের আঘাতের যেসব ক্ষতচিহ্ন বহন করছে, সেগুলো সরেজমিন বিশ্বনেতাদের দেখাতে চায় বাংলাদেশ।
নির্যাতিত রোহিঙ্গাদের মুখেই বিশ্বনেতাদের সু চি বাহিনীর বর্বরতার লোমহর্ষক কাহিনি শোনানো হবে। সেই সঙ্গে ৫ দশকের পুঞ্জীভ‚ত রাখাইন সংকটের আশু সমাধান চেয়ে সম্মিলিতভাবে দুনিয়ার দৃষ্টি আকর্ষণ করতে চান স্বাগতিক বাংলাদেশসহ মিসর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্কের নেতারা। সম্মেলনের পরে রোহিঙ্গা ইস্যুতে একটি বিবৃতিও দেওয়া হবে।
রোহিঙ্গা সংকট শুরুর পর এই প্রথম এত দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান রোহিঙ্গা ক্যাম্পে যাবেন। প্রাথমিকভাবে এপ্রিলে ডি-এইট সম্মেলন হওয়ার কথা থাকলেও সেটি মে অথবা জুলাইয়ে অনুষ্ঠিত হবে। এ বিষয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক অুনষ্ঠিত হয়েছে। মে মাসে আয়োজনের সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে। এ ছাড়া ডি-এইট সম্মেলনে এক বা একাধিক দেশকে ‘গেস্ট অব অনার’ হিসেবে আমন্ত্রণ জানানো হবে। ফলে সেসব দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানও কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে যেতে পারেন।