স্থানীয় খবর

নতুন প্রজন্মকে যুগোপযোগি শিক্ষায় শিক্ষিত হতে হবে- বগুড়ায় সিরাজ এমপি

Spread the love

বগুড়া সদর (৬) আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ বলেছেন, নতুন প্রজন্মকে যুগোপযোগি শিক্ষায় শিক্ষিত হতে হবে। বিশ্বে জ্ঞানের দুয়ার খোলা। নিজের এবং দেশের কল্যাণ হয় এমন শিক্ষা অর্জন করতে হবে। নৈতিক শিক্ষার পাশাপাশি ইসলামি শিক্ষায় শিক্ষা গ্রহণ করতে হবে। ইসলামি শিক্ষায় শিক্ষাগ্রহণ করলে সমাজের কুপ্রভাবগুলো দূর করতে হবে। ইসলাম শিক্ষা কোন ধর্মের না পুরোজাতির। দেশে গণতন্ত্র নেই, আইনের শাসন নেই, ভোটের অধিকার নেই। আছে জুলুমতন্ত্র, অগনতান্ত্রিক শাসন ব্যবস্থা। তাই গণতন্ত্র ফিরিয়ে আনতে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। এজন্য রাজপথের আন্দোলন ছাড়া বিকল্প নেই।
শনিবার রাতে বগুড়া শহরের উত্তর বাঘোপাড়া ডাঃ বাহার উদ্দিন এবতেদায়ী মাদ্রাসা মাঠে তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
বিএডিসি রংপুর বিভাগের সাবেক যুগ্ম পরিচালক মো: আসাদুর রহমান নান্নু এতে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া পৌর মেয়র এড. একেএম মাহবুবর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপি নেতা আলী আজগর হেনা, ব্যাংক এশিয়া বগুড়ার ম্যানেজার (ভিপি) বন্দে আলী রতন, শওকাদুল ইসলাম সবুজ সরকার, এ্যাড: সোলায়মান আলী, রাছেল মামুন।
প্রধান বক্তা ছিলেন ইসলামী আলোচত হযরত মা: মো: আবু সাইদ নেছারী, ২য় বক্তা ছিলেন পীরজাদা হযরত মাও: মো: এমদাদুল হক। প্রেস বিজ্ঞপ্তি

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close