স্থানীয় খবর
শেরপুরে অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে মোবাইল কোর্ট
ষ্টাফ রির্পোটার: বগুড়া জেলার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের বরইতলিতে ১৯ জানুয়ারি রবিবার বিকালে অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত সরঞ্জামাদি ধ্বংস করা হয়। থানা-পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন শেরপুরের এসিল্যান্ড ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জামশেদ আলাম রানা। এসময় সমবেত উতসুক জনতার উদ্দেশ্যে এসিল্যান্ড বলেন, যারা অবৈধভাবে বালু উত্তোলন করে, তারা দেশ ও জাতির শ্ত্রু, এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বালুখেকোদের বিরুদ্ধে সকলকে সোচ্চার হবার আহবান জানান।