স্থানীয় খবর
শেরপুরে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
ষ্টাফ রির্পোটার: বগুড়ার শেরপুর ডিজে হাই স্কুল খেলার মাঠে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহ জামাল সিরাজী, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মকবুল হোসেন , উপজেলা শিক্ষা অফিসার মিনা পারভিন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল মতিন চৌধুরী প্রমুখ। শেষে অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন করেন।