শেরপুরে চিকিৎসকের বিরুদ্ধে শিশু বলাৎকার করার অভিযোগ
ষ্টাফ রির্পোটার: বগুড়ার শেরপুর উপজেলার আমিনপুর কেরানি বাজারে প্রথম শ্রেণীর এক শিশুকে বলাৎকার করার অভিযোগ উঠেছে ।
জানা যায় আমিনপুর দাখিল মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্র আবু নাঈম গত শুক্রবার সকাল দশটার দিকে কেরানি বাজারে গেলে আমিনপুর গ্রামের শমসের আলীর পুত্র পল্লী চিকিৎসক আকবর আলী (৭০) তাকে সিভিট ট্যাবলেট খাওয়ার কথা বলে দোকানের ভিতরে নিয়ে বলাৎকারের চেষ্টা করে । এ সময় অপর একজন রোগী ওই ওষুধের দোকানে এসে ঔষধের জন্য ডাকাডাকি করলে শিশুটি সেই ফাঁকে কাঁদতে কাঁদতে বেড়িয়ে যায়। শিশুটি বাড়িতে গিয়ে এই ঘটনার কথা বললে শিশুটির পিতা বাদী হয়ে সোমবার সকালে শেরপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। শেরপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন এ ব্যাপারে মামলা গ্রহণ করা হচ্ছে এবং আগামীকাল শিশুটিকে বগুড়া শজিমেক হাসপাতালে মেডিকেল টেস্ট করানো হবে এবং আসামিকে গ্রেপ্তার করে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।