স্থানীয় খবর

শেরপুরে হাইওয়ে পুলিশের জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত

Spread the love

শহর প্রতিনিধি: মুজিব বর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শেরপুরে কুন্দারহাট হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের আয়োজনে জনসচেতনতামূলক আলোচনা সভা ২০ জানুয়ারি সোমবার দুপুরে শেরউড ইন্টারন্যাশনাল (প্রাঃ) স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রকৌশলী আলহাজ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
শেরপুর ইন্টারন্যাশনাল (প্রাঃ) স্কুল এন্ড কলেজে প্রধান শিক্ষক মো. আজিজার রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাইওয়ে পুলিশের বগুড়া রিজিয়নের পুলিশ সুপার মো. শহিদ উল্লাহ্।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর ইন্টারন্যাশনাল (প্রাঃ) স্কুল এন্ড কলেজে উপদেষ্টা ও অবসর প্রাপ্ত লে. কর্নেল মো. ইউসুফ আলী, সিনিয়র সহকারি পুলিশ সুপার হাইওয়ে বগুড়া সার্কেল মো. রায়হান ইবনে রহমান, শেরপুর ইন্টারন্যাশনাল (প্রাঃ) স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম মিঞা। আরো উপস্থিত ছিলেন, কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশ পরিদর্শক ইয়ামিন উদ্দৌলা, শেরপুর ট্রাফিক ফাঁড়ির টি আই জাহিদ হোসেন, কুন্দারহাট হাইওয়ে থানার ইনচার্জ এস আই জায়েদ হোসেন (জাহিদ), শেরপুর ট্রাফিক ফাঁড়ির সার্জেন্ট মুঞ্জুরে মাওলা, ওমর ফারুক প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাল্য বিয়ে একটি সামাজিক ব্যাধি। এ ব্যাধি দূর করতে বাল্য বিয়ের কুফল সম্পর্কে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়াতে হবে। মাদক, সন্ত্রাসী ও জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে একযোগে কাজ করতে হবে।
তিনি মিথ্যা, গুজব সৃষ্টিকারীদের থেকে সতর্ক থাকার জন্য পরামর্শ দেন। সকল অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দুরে থাকতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় মাদক, জঙ্গিবাদ ও বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়ে তুলতে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আহবান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close