দেশের খবর

আ.লীগে শুদ্ধি অভিযান প্রধানমন্ত্রীর সাহসী পদক্ষেপ- পলক

Spread the love

শেরপুর ডেস্ক: আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ একটি প্রাচীনতম দল। ৭০ বছরের ইতিহাসে দলটি অনেক চড়াই-উৎরাই পার করেছে।’ সম্প্রতি দলে শুদ্ধি অভিযানকে তিনি স্বাগত জানিয়ে বলেন, ‘সিদ্ধান্তটি প্রধানমন্ত্রীর সাহসী পদক্ষেপ। দেশের কোটি কোটি মানুষ ও তৃণমূলের ত্যাগী নেতাকর্মীরা এ সিদ্ধান্তটি সাধুবাদ জানাচ্ছেন।’
রবিবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কে আয়োজিত জেলা আইসিটি কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের প্রধান সমস্যা ছিল জঙ্গিবাদ মোকাবিলা। এটিতে প্রধানমন্ত্রী সফল হয়েছেন। এখন আমাদের সামনে দুটি চ্যালেঞ্জ। একটি মাদক ও অপরটি দুর্নীতি নির্মূল করা। সেটি নিয়েই দলের সভানেত্রী শেখ হাসিনা কাজ করছেন।’ এতে করে দল আরও বেশি শক্তিশালী ও ঐক্যবদ্ধ হবে বলেও মন্তব্য করেন জুনাইদ আহমেদ পলক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close