স্থানীয় খবর
সান্তাহারে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলায় গত সোমবার বিকালে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
পুলিশ জানায়, সান্তাহার রেলওয়ে থানাধীন পাঁচবিবি রেল ক্রসিংয়ের দক্ষিন পার্শ্বে ট্রেনে কাটা পড়ে তবিরুল ইসলাম জয় (২৮) নামের এক যুবক মারা যায়। নিহত তবিরুল দিনাজপুর নবাবগঞ্জ উপজেলার লাউগাড়ী গ্রামের তরিকুল ইসলামের ছেলে।
সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম জানান, গত সোমবার বিকেল ৫ টায় পঞ্চগড় থেকে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি যাবার সময় এ দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে সন্ধ্যায় লাশ উদ্ধার করা হয়। থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।