স্থানীয় খবর
শেরপুরে ফেন্সিডিল সহ এক নারী গ্রেপ্তার
ষ্টাফ রির্পোটার: বগুড়ার শেরপুর উপজেলায় ৪২ বোতল ফেন্সিডিলসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার নারীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে শেরপুর পৌরশহরের ঘোষপাড়া এলাকায় বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার পুজা রানী তরফদার (২৪) ওই এলাকার বিষ্ণু তরফদারের স্ত্রী।
শেরপুর থানার এসআই আতিকুর রহমান জানান, ওই নারীকে ৪২ বোতল ফেন্সিডিল ও মাদকবিক্রির ৭০ হাজার ৮শ ৩০ টাকাসহ গ্রেপ্তার করা হয়েছে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর জানান, গ্রেপ্তার নারী ও তার পলাতক স্বামীর বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।