আসছে নতুন ধারাবাহিক নাটক ‘চোরাকাঁটা’
শেরপুর ডেক্স: মীর সাব্বিরের পরিচালনায় আহমেদ শাহাবুদ্দিনের রচনায় ১০ সেপ্টেম্বর থেকে চ্যানেল আই তে প্রচার শুরু হবে নতুন ধারাবাহিক নাটক ‘চোরাকাঁটা’র। প্রতি মঙ্গল ও বুধবার ৯ টা ৩৫ মিনিটে প্রচার হবে। চোরাকাটাঁ’ নাটকে অভিনয় করেছেন মীর সাব্বির, আ.খ.ম হাসান, আল মনসুর, আহসানুল হক মিনু, চিএলেখা গুহ, মেীসুমী হামিদ, মিলন ভট্টাচার্য, জয়রাজ, এ্যানি খান, তারিক স্বপন, হিমে হাফিজ, আইনুন পুতুল সোমা ফেরদেীস, আনিসুর রহমান, ইকবাল হোসেন, হাসিমুন, ইরা সহ অনেকে। পরিচালক মীর সাব্বির জানান, ‘এটি চোরের উপর গল্প হলেও চোরের শাস্তি এবং চোরের কারনে একটি পরিবার বা সমাজে যে প্রভাব পড়ে তা না দেখলে বুঝতে পারবেন না। নাটকটি দেখতে হবে, তাহলে গল্পের পরতে পরতে অনেক সুন্দর মেসেজ আছে। সচেতনতার মেসেজ আছে। প্রচার সবে শুরু হতে যাচ্ছে। তবে আমি আশাবাদী, চোরাকাঁটা নাটকটি দর্শকপ্রিয়তা পাবে।