স্থানীয় খবর
শেরপুরে উপজেলা ভূমি অফিসের কর্মচারীদের কর্মবিরতি পালন
ষ্টাফ রির্পোটার: পদবী পরিবর্তন ও বেতনের গ্রেড উন্নীতকরণের দাবীতে কর্মবিরতি পালন করেছে বগুড়ার শেরপুর উপজেলা ভূমি অফিসের কর্মচারীরা।
মঙ্গলবার বেলা ৯টা থেকে ১২ টা পর্যন্ত তারা কর্মবিরতি করে অফিসের সামনে অবস্থান করেন। এ সময় উপজেলা ভূমি অফিসের কর্মচারী আরিফুল হাসান, লুৎফুননেছা, নুরজাহান, বাবলু আকতার প্রমুখ উপস্থিত ছিলেন।
তারা জানান, কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসাবে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) এর সদস্যরা বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী কমর্কর্তা ও ভূমি অফিসে এই কর্মসুচী পালন করছে।