শিবগঞ্জে আনসার ও ভিডিপি কর্মকর্তাকে পিটিয়ে জখম
বগুড়া সংবাদদাতা: বগুড়ার শিবগঞ্জে সোনাতলা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. নাছিমুল ফেরদৌস (৩৫) কে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
গত মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের শংকরপুর গ্রামের পাগলা-পাগলীর রাস্তা নামক স্থানে এ ঘটনা ঘটে।
বগুড়ার মোহাম্মাদ আলী হাসপাতালে চিকিৎসাধীন সোনাতলা উপজেলার আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. নাছিমুল ফেরদৌস জানান, অফিসের কাজ সেরে মোটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলাম। বাড়ির কাছে রাস্তার উপর কয়েকজন যুবক পুর্ব শত্রুতার জের ধরে আমার উপর হামলা করে গুরুতর আহত করে।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান জানান, আনসার ও ভিডিপি কর্মকর্তার উপর হামলার ঘটনায় তার বাবা আব্দুল্লাহ হেল কাফী বাদী হয়ে রাতেই একটি মামলা দায়ের করেছেন। আসামীদের ধরার জন্য পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।