স্থানীয় খবর
শেরপুরে ভ্রাম্যমাণ আদালতে দুই ইটভাটা মালিককে ৫ লাখ টাকা জরিমানা
বগুড়া সংবাদদাতা: বগুড়ায় দুই ইটভাটা মালিককে ৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের নিজাম বগুড়া এলাকায় ওই অভিযান পরিচালনা করা হয়। ৫ ঘন্টার চলা ওই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাসিম রেজা এবং নাসরিন আক্তার। এসময় আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর সদস্যরা সহযোগিতা করেন।
এপিবিএনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, লাইসেন্স ব্যাতিত কতিপয় স্থানে ইটভাটা স্থাপন কারার অপরাধে এস.টি.বি.ব্রিক্সস এর মালিক মোঃ আঃ রাজ্জাক কে ৩ লাখ এবং মেসার্স খান ব্রিক্সস এর মালিক মোঃ ফরাজুল ইসলাম বাবু কে ২ লাখ টাকা অর্থদণ্ড জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।