শেরপুর পৌরসভা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু বুক কর্ণার উদ্বোধন
ষ্টাফ রির্পোটার: বগুড়ার শেরপুর পৌরসভা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে রবিবার দুপুরে বঙ্গবন্ধু বুক কর্ণার উদ্বোধন ও মা সমাবেশ এসএমসির সদস্য নুরুননাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যদেন জেলা আওয়ামী লীগের সাঃ সম্পাদক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মজিবর রহমান মজনু।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যদেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিয়াকত আলী সেখ , উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব আব্দুস সাত্তার, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক ও দৈনিক সংবাদের প্রতিনিধি আলহাজ্ব মুনসী সাইফুল বারী সিদ্দিকী ডাবলু, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এড.গোলাম ফারুক, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহজামাল সিরাজী, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: খাদিজা খাতুন, উপজেলা শিক্ষা অফিসার মিনা পারভিন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার নার্গিস পারভনি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুলতান মাহমুদ,উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুল মতিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যদেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।