দেশের খবর

কোচিং বাণিজ্য বন্ধ করতে হবে : দুদক চেয়ারম্যান

Spread the love

শেরপুর ডেস্ক: শিক্ষা ও স্বাস্থ্য বিভাগের দুর্নীতি বরদাস্ত করা হবে না বলে উল্লেখ করেছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেন, ‘‘সব ধরনের কোচিং বাণিজ্য ও নোট বই বন্ধ করতে হবে।’’ এ জন্য জেলা প্রশাসককে কঠোর হওয়ার নির্দেশ দেন তিনি।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইকবাল মাহমুদ বলেন, টেকসই উন্নয়নশীল রাষ্ট্র গড়তে হলে মানসম্পন্ন শিক্ষার্থী বের করতে হবে। তা না হলে কেবল সার্টিফিকেট সর্বস্ব শিক্ষার্থী বের হলে সে দেশের জন্য আপদ হবে। তিনি বলেন, ‘‘যে যত শক্তিশালী হোক, তাকে আইনের আওতায় আনা হবে। দুর্নীতি সমাজ থেকে কমিয়ে আনতে না পারলে উন্নত রাষ্ট্রে পৌঁছাতে পারব না।’’
১০৬ নম্বরে ফোন করে নাম পরিচয় না দিয়ে যে কোনো ধরনের দুর্নীতিবাজদের বিরুদ্ধে তথ্য দেয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানান দুদক চেয়ারম্যান। সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন খুলনা বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close