বগুড়া স্কুল অভ দি হলি কুরআনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন
বগুড়া সংবাদদাতা: বগুড়া স্কুল অভ দি হলি কুরআনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বগুড়া সেন্ট্রাল হাইস্কুল মাঠে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা শেষে বিকালে পুরস্কার বিতরন করেন প্রধান অতিথি বগুড়া অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মাসুম আলী বেগ।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান আলহাজ নাহিদুজ্জামান (নিশাদ) এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি টি জামান নিকেতা, জেলা শিক্ষা অফিসার মোঃ হযরত আলী, বগুড়া সেন্ট্রাল হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ জাাহঙ্গীর আলম। এসময় উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা চেয়ারম্যান সোহরাব হোসেন ছান্নু, সদর উপজেলা পঃ পঃ কর্মকর্তা ডাঃ সামির হোসেন মিশু, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম সুমন, প্রিন্সিপাল মোস্তফা আল মাদানী, শিক্ষা সচিব হারুনুর রশিদ এবং ভাইস প্রিন্সিপাল আরাফাত হোসেন প্রমুখ সহ বিভিন্ন অতিথি, প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষীকা, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।