স্থানীয় খবর

শেরপুরে কমিউনিটি পুলিশিং ফোরামের সমাবেশ অনুষ্ঠিত

Spread the love

ষ্টাফ রির্পোটার: বগুড়ার শেরপুরে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে কমিউনিটি পুলিশিং ফোরামের এক সমাবেশ রোববার (২২সেপ্টেম্বর) বিকালে অনুষ্ঠিত হয়েছে। শেরপুর থানা প্রাঙনে আয়োজিত বিশাল এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. গাজিউর রহমান। শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিআইজি কার্যালয় রাজশাহীর পুলিশ পরিদর্শক মো. আব্দুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক নিমাই ঘোষ, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ¦ মুনসী সাইফুল বারী ডাবলু, শেরপুর পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মকবুল হোসেন, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি এড. তোজাম্মেল হক, সাধারণ সম্পাদক ফরহাদুজ্জামান শাহীন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সংগ্রাম কুন্ডু। এছাড়া অন্যদের মধ্যে থানার উপ-পরিদর্শক (এসআই) এবাদ আলী মোল্লা, উপ-পরিদর্শক (এসআই) আব্দুল গফুর, পূজা উদযাপন পষিদের শেরপুর পৌর কমিটির আহবায়ক শুভ কুন্ডু, যুগ্ম আহবায়ক অপু ঘোষ প্রমুখ বক্তব্য রাখেন। সমাবেশে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে নানা দিক তুলে ধরে নির্দেশনা দেয়া হয়। সেইসঙ্গে ওই কমিউনিটি পুলিশিং সমাবেশে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, নাশকতা, ডেঙ্গু, ইভটিজিং ও বাল্যবিবাহ বিরোধী আলোচনায় অংশ নেন বক্তারা। উল্লেখ্য: এবার এই উপজেলায় পৌরসভা সহ ১০টি ইউনিয়নে মোট ৮৬টি মন্ডপে দুর্গাপূজার আয়োজন চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close