নন্দীগ্রামে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কাজী আব্দুল ওয়াজেদ বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গনে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাহাবুবুর রহমান রুস্তম।
বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একরামুল হক সরকার, প্রধান শিক্ষক ফজলুর রহমান, সহকারী প্রধান শিক্ষক আব্দুল মজিদ, সহকারী শিক্ষক মানছুরা খাতুন, ইমরাতুন নেছা, ম্যানেজিং কমিটির সদস্য সিদ্দিকুর রহমান, আব্দুল মজিদ, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সভাপতি আ. বারিক, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আ. রউফ উজ্জল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক ফারুক হোসেন। অনুষ্ঠানে ৮২ জন ছাত্রীকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। পরে বিদ্যালয় চত্বরে শিক্ষার্থীদের অংশগ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়