বিদেশের খবর
দেশ ভাগ হতে চলেছে, মোদিকে সতর্কবার্তা বিজেপি নেতার
শেরপুর ডেস্ক: ভারত আবারও ভাগ হতে চলেছে বলে বিস্ফোরক মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গ বিজেপির সহ-সভাপতি চন্দ্র কুমার বসু। নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মবার্ষিকীতে তিনি এই মন্তব্য করলেন। চন্দ্র কুমার বসু নেতাজির প্রপৌত্র। এনডিটিভির খবরে বলা হয়, নাগরিকত্ব সংশোধনী আইনের নাম না করেই বিজেপির এই নেতা জানান যে, এই দেশ একটি ‘দ্বিতীয় বিভাজনের’ দিকে এগিয়ে চলেছে।
চন্দ্র কুমার বসু বলেন, ‘আজ দেশটা ভেঙে পড়ছে। আমি বিশদে যাচ্ছি না। তবে ভারতে নানা সম্প্রদায়ের মধ্যে ঐক্য নেই।’ এসময় তিনি বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনটির বিরুদ্ধে চলমান প্রতিবাদের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, ‘সুতরাং আপনি (মোদি) যদি নেতাজিকে সামনে না রাখেন তবে দেশ বিভক্ত হয়ে যাবে। এই নিয়ে প্রধানমন্ত্রীকে আমি খুব স্পষ্ট বার্তা দিতে চাই।’