স্থানীয় খবর
বগুড়ায় ছুরিকাঘাতে ছ মিল ব্যবসায়ী খুন
বগুড়া প্রতিনিধি: বগুড়া সদরের নুনগোলা বাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. সায়েদ আলী (৩২) নামের এক ছ মিল ব্যবসায়ী খুন হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারী) দুপুর ১২ টার দিকে বগুড়া সদরের নুনগোলা বাজারে এই ঘটনা ঘটে। নিহত সায়েদ আলী বগুড়া সদরের নিশিন্দারা বারপুর এলাকার তোজাম্মেল হকের ছেলে।
এলাকাবাসী জানান, শুক্রবার বেলা ১২টার দিকে কতিপয় যুবক ছ মিল ব্যবসায়ীকে উপুর্যপরি ছুরিকাঘাত করে চলে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে একটি বেসরকারী হাসপাতালে নিয়ে সেখানে দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান জানান, খুনের ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।