স্থানীয় খবর
নন্দীগ্রামে গভীর নলকূপের চাকায় জড়িয়ে ১ কৃষকের মৃত্যু
নন্দীগ্রাম(বগুড়া) সংবাদদাতা:বগুড়ার নন্দীগ্রামে ডিজেল চালিত গভীর নূলকুপের চাকার সাথে জড়িয়ে জামাল হোসেন (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ভাটরা ইউনিয়নের চৌদীঘি গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামে মৃত মনসুর হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কৃষক জামাল হোসেন চলতি ইরি-বোর জমিতে পানি সেচ দেয়ার জন্য গভীর নূলকুপ চালু করতে যায়। এসময় গভীর নূলকুপের ফিতার সাথে তার মাফলার জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে। স্থানীয় ইউপি চেয়ারম্যান মোরশেদুল বারী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।