বগুড়া প্রেসক্লাবের নির্বাচনে ২১ পদে লড়ছেন ৩৯ জন
ষ্টাফ রিপোর্টারঃ বগুড়া প্রেসক্লাবের ২০২০ সালের নির্বাচনের চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। শুক্রবার নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে এই তালিকা প্রকাশ করা হয়। প্রকাশিত তালিকা অনুযায়ী সংগঠনের ২১ টি পদে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। আগামী ৩০ জানুয়ারি প্রেসক্লাবে সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন করা হবে।
তালিকা অনুযায়ী সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন মাহমুদুল আলম নয়ন (জনকন্ঠ) ও রেজাউল হাসান রানু (বগুড়া), সহ-সভাপতি পদে আব্দুল মোত্তালেব মানিক (কালের খবর), আব্দুস সালাম বাবু (আলো প্রতিদিন), এস এম কাওছার (সমকাল), জিয়া শাহীন (বিডি নিউজ ২৪.কম), মীর্জা সেলিম রেজা (মহাস্থান), মমিনুর রশিদ সাইন (বগুড়া), সাধারণ সম্পাদক পদে আরিফ রেহমান (এস এ টিভি), কালাম আজাদ (দিনকাল), সবুর শাহ লোটাস (দুরন্ত সংবাদ), সুমনা রায় (চাঁদনী বাজার), যুগ্ম সাধারণ সম্পাদক পদে তোফাজ্জল হোসেন (বগুড়া), সাজ্জাদ হোসেন পল্লব (প্রভাতের আলো), সাজেদুর রহমান সিজু (আলো প্রতিদিন), দপ্তর সম্পাদক পদে মাহফুজ মন্ডল (ইনডিফেনডেন্ট), শফিউল আযম কমল (জনকন্ঠ), কোষাধ্যক্ষ পদে আবুল কালাম আজাদ (নয়া দিগন্ত), কমলেশ মোহন্ত সানু (বৈশাখী টিভি), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে জাফর আহম্মেদ মিলন (উত্তর কোন), মেহেরুল সুজন ( যমুনা টিভি), ক্রীড়া সম্পাদক পদে ইলিয়াস হোসেন (ভোরের দর্পন), মোস্তফা মোঘল (সাতমাথা), পাঠাগার সম্পাদক পদে এইচ আলিম (বণিক বার্তা), সাইফুল ইসলাম (উত্তর কোন), কার্যনির্বাহী সদস্য পদে আব্দুর রহিম (মুক্তবার্তা), ইকবাল মোর্শেদ রিপন (এটিএন বাংলা), এফ শাহজাহান (সাতমাথা), জে এম রউফ (দেশ টিভি), তানসেন আলম (বাংলা বুলেটিন), প্রদীপ ভট্টাচার্য্য শংকর (করতোয়া), প্রবীর মোহন্ত (সংবাদ প্রতিদিন), ফরহাদুজ্জামান শাহী (চ্যানেল২৪), মহসিন আলী রাজু (ইনকিলাব), মিলন রহমান (ভোরের দর্পন), ইনছান আলী শেখ (নোতুন খবর), নাজমুল হুদা নাসিম (যুগান্তর), রউফ জালাল (চ্যানেল আই), লতিফুল করিম (মাই টিভি) প্রতিদ্বন্দ্বীতা করছেন।