বগুড়ায় পিস্তল ও গুলি সহ দুইজন গ্রেফতার
বগুড়া প্রতিনিধি: বগুড়ায় দু’টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন এবং ৪ রাউন্ড গুলি সহ দুই জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতরা হচ্ছে শহরের কাটনারপাড়া এলাকার কামরুল হোসেনের ছেলে আরিফিন সৈকত (২৯) এবং চকসূত্রাপুর এলাকার সোহাগ সরকারের স্ত্রী রিমা খাতুন(৩২)। সোমবার বেলা সাড়ে ৩ টায় এক বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করে ডিবি পুলিশ।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে কাটনারপাড়ায় সৈকতের বাসায় অভিযান চালিয়ে একটি সেভেন পয়েন্ট সিক্স ফাইভ বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন এবং ৪ রাউন্ড গুলি সহ তাকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্য মতে পরে চকসূত্রাপুরে সোহাগ সরকারের বাসায় অভিযান চালানো হয়। এসময় তার স্ত্রী রিমা খাতুনও অস্ত্র থাকার বিষয় স্বীকার করেন । পরে তার বাসার ২য় তলার ছাদে বালির স্তুপ থেকে রিমা খাতুন একটি নাইন এমএম বিদেশী পিস্তল, ও একটি ম্যাগাজিন বের করে দেয়। ডিবি পুলিশের ওসি আছলাম আলী জানান, তাদের বিরুদ্ধে প্রচলিত অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।