বিদেশের খবর

একের পর এক বিধ্বংসী ঢেউ, বিপর্যস্ত স্পেনের সমুদ্র উপকূল

Spread the love

শেরপুর ডেস্ক: শক্তিশালী সাইক্লোন গ্লোরিয়াতে বিধ্বস্ত স্পেন। প্রবল ঝড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি। যার ফলে উত্তাল হয়ে ওঠে সমুদ্র উপকূল। পাহাড় সমান একের পর এক বিশাল ঢেউ আছড়ে পড়ছে। অনেক ক্ষেত্রেই সেই ঢেউ আছড়ে পড়ছে তীরবর্তী এলাকাতেও। ফলে শহরের ভিতরে ঢুকে পড়েছে পানি। বিধ্বংসী ঝড়ে একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে স্পেনের শহর টোসা ডে এলাকা।
সংবাদসংস্থার খবর অনুসারে, ঝড়ের ফলে স্পেনের এই শহরের বিদ্যুত সরবরাহ সম্পূর্ণভাবে ব্যাহত হয়। ক্ষেত ভেসে গিয়েছে সমুদ্রের পানিতে। সম্পূর্ণ এলাকা নোনা পানিতে ভরে গেছে। ফলে কয়েক হাজার একর হেক্টর ধানের ক্ষেত ডুবে গেছে।
অন্যদিকে, বিধ্বংসী ঝড়ে মৃতের সংখ্যাও বাড়ছে সে দেশে। জানা গেছে, এখন পর্যন্ত বিধ্বংসী গ্লোরিয়াতে ১১জনের মৃত্যু হয়েছে। এখনও বহু এলাকা পানির তলায়। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। তবে সবথেকে আশঙ্কা ছড়িয়ে পড়ে যে ভয়াবহ এক ছবি দেখে। দেখা যায় সমুদ্রের ফেনিল ঢেউ শহরের বিভিন্ন রাস্তা ভাসিয়ে দিয়েছে।
চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে স্পেনের শহর টোসা ডে এলাকা। সেই সমস্ত এলাকায় সমুদ্রের ফেনিল স্রোতে ভেসে যাচ্ছে এলাকা, শহরের রাস্তাঘাট। সেই ভয়াবহ ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। ভয়াবহ এই ভিডিও দেখে আঁতকে উঠছেন অনেকেই। সবার মনেই একটাই প্রশ্ন, শহরের মধ্যে এভাবে সমুদ্রের পানি ছড়িয়ে পড়াটা কি স্বাভাবিক? কোনও প্রাকৃতিক বিপর্যয়ে ভয়াবহ সংকটের সৃষ্টি হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close