স্থানীয় খবর

শেরপুরে নতুন ভোটার ১৬ হাজার ৭শ ৮৬ জন

Spread the love

ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ার শেরপুর উপজেলায় নতুন ভোটার হয়েছে ১৬ হাজার ৭শ ৮৬ জন। এর মধ্যে পুুরুষ ৭ হাজার ৯শ ৫৩ জন আর মহিলা ৮ হাজার ৮শ ৩৩ জন।
উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, ২০১৯ সালে ভোটার তালিকা হালনাগদ কার্যক্রমে নতুন এই ভোটার তালিকায় অর্ন্তভুক্ত হয়েছেন। যাদের তালিকা গত ২০ জানুয়ারী নির্বাচন অফিস ও সংশ্লিষ্ট ইউনিয়ন ও পৌরসভায় প্রকাশ করা হয়েছে। এসময় মৃত্যুজনিত কারণে ৩ হাজার ৪শ ৫ জনের নাম কর্তন করা হয়েছে।
কার্যালয় সুত্রে আরো জানা গেছে, বর্তমানে শেরপুর উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭১ হাজার ১শ ৬৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩১ হাজার ৮শ ৭৩ জন আর মহিলা ভোটার ১ লাখ ৩৯ হাজার ২শ ৯৩ জন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মোছা. আছিয়া খাতুন জানান, হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকায় কারও আপত্তি থাকলে আগামী ৫ ফেব্র“য়ারীর মধ্যে নির্বাচন অফিসকে জানাতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close