স্থানীয় খবর

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমানোর দাবিতে বগুড়ায় বাসদের মিছিল সমাবেশ

Spread the love

বগুড়া প্রতিনিধি: নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমানোর দাবীতে শনিবার (২৫ জানুয়ারী) বেলা ১১টার দিকে বগুড়া শহরের সাতমাথায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন বাসদের জেলা আহ্বায়ক এ্যাডভোকেট সাইফুল ইসলাম পল্টু। বক্তব্য রাখেন বাসদ জেলা সদস্য সচিব সাইফুজ্জামান টুটুল, দিলরুবা নূরী, শ্যামল বর্মন, রাধা রানী বর্মন, ধনঞ্জয় বর্মন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম যে হারে লাগামহীনভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে সাধারন শ্রমজীবী মানুষের পক্ষে বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে। চালের দাম বৃদ্ধি পেয়েছে যদিও বা কৃষক ধানের দাম পায়নি। সিন্ডিকেটের মাধ্যমে পেঁয়াজের মূল্য বৃদ্ধি করে হাজার হাজার কোটি টাকা লোপাট করা হয়েছে। গত বছর এ সময় পেঁয়াজের দাম ছিল ২৫-৩০ টাকা অথচ বর্তমানে ২০০-২৫০ টাকা থেকে নেমে আসলেও তা এখনো ২৫-৩০ টাকা হয়নি।
শীতের মৌসূমেও সবজির দাম কমছেই না। সিলিন্ডার গ্যাসের দাম বেড়েছে। বিদ্যুতের মূল্য বৃদ্ধির জন্য বিইআরসির আইন পরিবর্তনের চক্রান্ত চলছে। নতুন বছরে বাড়ি ভাড়া বৃদ্ধি হচ্ছে। সরকার বাজারসহ কোন কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারছে না। এই মূল্যবৃদ্ধি জনজীবনকে অসহনীয় করে তুলেছে। নেতৃবৃন্দ অবিলম্বে এই নিত্য প্রয়োজনীয় দব্যের দাম কমানোর দাবি জানান এবং মূল্য বৃদ্ধি রুখে দিতে সর্বস্তরের জনগনকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close