ধুনটে রাজশাহী বিভাগীয় কমিশনার ‘দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স আরো কঠোর ভাবে প্রয়োগ হবে’
ধুনট (বগুড়া) প্রতিনিধি : রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স এখন আর কথার কথা নেই। সাম্প্রতিক সময়ে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়ন করছে সরকার। যার ফলে এমন ব্যক্তিরা জেলে যাচ্ছেন, যা তারা কল্পনাও করতে পারেনি। দুর্নীতির বিষয়ে প্রধানমন্ত্রী কঠোর অবস্থানে রয়েছেন উল্লেখ করে তিনি বলেন,‘দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স আরো কঠোর ভাবে প্রয়োগ করা হবে।
সোমবার সকাল ১১ টায় বগুড়ার ধুনট উপজেলা পরিষদ সভা কে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভায় তিনি উপরোক্ত কথা গুলো বলেন।
উপজেলা নির্বাহি অফিসার রাজিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ, ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ভাইস চেয়ারম্যান মহসিন আলম, মহিলা ভাইস চেয়ারম্যান পপি রানী পোদ্দার, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্, ধুনট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাল মিয়া, ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল করিম আপেল, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসানুল হাসিব, উপজেলা প্রকৌশলী জহুরুল ইসলাম, উপজেলা শিা কর্মকর্তা কামরুল হাসান ও উপজেলা ভেটেরিনারী সার্জন ডা. মনিরুল ইসলাম। মতবিনিময় সভা শেষে রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান ধুনট উপজেলায় চলমান সরকারি বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।