বগুড়ার গন্ডগ্রামে আধুনিক হাসপাতালের উদ্বোধন
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়া শাজাহানপুরের গন্ডগ্রামে ফোর আর আধুনিক হাসপাতাল নামে একটি চিকিৎসালয়ের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে হাসপাতালের উদ্বোধন করেন বিএমএ কেন্দ্রিয় কমিটির সহ সভাপতি বগুড়া বিএমএ’র সভাপতি ডা. মোস্তফা আলম নান্নু।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. রেজাউল করিমের সভাপতিত্বে এবং আলোকিত বগুড়ার নির্বাহী পরিচালক এড. ফেরদৌসী আক্তার রুনার সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. রেজাউল আলম জুয়েল, বগুড়া সিভিল সার্জন ডা. গওসুল আলম চৌধুরী, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর খোরশেদ আলম, বগুড়ার আইনজীবি সমিতির সভাপতি এড. গোলাম ফারুক, সাধারন সম্পাদক এড. রফিকুল ইসলাম,সাপ্তহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক মুনসী সাইফুল বারী ডাবলু, ্র সাবেক কাউন্সিলর টিপু সুলতান প্রমুখ।