ভাটরা ইয়াছননেছা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক জলসা অনুষ্ঠিত
ষ্টাফ রির্পোটার: বগুড়ার শেরপুর উপজেলার ভাটরা ইয়াছন নেছা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক জলসা ২৬ জানুয়ারি রবিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত অনুষ্ঠিত হয় । উক্ত জলসায় সভাপতিত্ব করেন সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু । সহ-সভাপতি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও মাদ্রাসা কমিটির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ জিয়ন কুদ্দুস মিয়া। জলসায় প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও শেরপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মজিবর রহমান মজনু । সভায় প্রধান বক্তার বক্তব্য দেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আব্দুল করিম আনসারী, দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য দেন হাফেজ মাওলানা রুহুল আমিন । বক্তব্য দেন মাওলানা মোহাম্মদ এজাজ উদ্দিন, মাওলানা মোঃ হাসিবুল ইসলাম,মাওলানা মোঃ আবু বক্কর, হাফেজ মাওলানা জহুরুল ইসলাম, মাওলানা হায়দার আলী প্রমুখ। সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহ জামাল সিরাজী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সুলতান মাহমুদ, সাবেক সরকারি কর্মকর্তা আলহাজ্ব এ টি এম মাহবুবুর রহমান সিদ্দিকী ,সাবেক প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম খান, সাবেক ইউপি সদস্য আমজাদ হোসেন প্রামানিক। উপস্থিত ছিলেন মোহাম্মদ জয়নাল আবেদীন, আব্দুল আজিজ, আবুল কাশেম, জাহিদুল ইসলাম, আব্দুস সামাদ, হেলাল উদ্দিন ,সাজু, মিন্টু, প্রমূখ। জলসায় হাফিজিয়া মাদ্রাসার তিনজন হাফেজ কে পাগড়ী পরিয়ে দেওয়া হয়। জলসায় সহস্রাধিক নারী পুরুষ গভীর রাত পর্যন্ত বক্তব্য শ্রবণ করেন। দোওয়া ও মোনাজাত শেষে উপস্থিত মুসল্লিদের মধ্যে তবারক বিতরন করা হয়।