শেরপুর সরকারি ডিগ্রী কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ষ্টাফ রির্পোটার: বগুড়ার শেরপুর সরকারি ডিগ্রী কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৭ জানুয়ারি সকাল ১১ টায় কলেজ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া-৫ (শেরপুর-ধুনট) নির্বাচনী এলাকার জাতীয় সংসদ সদস্য মো: হাবিবর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ আল মাহমুদ কমল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শেরপুর থানার অফিসার ইনচার্জ মো হুমায়ুন কবির, উপজেলা আ:লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বিয়া, উপজেলা আ:লীগের সহ-সভাপতি ও সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু, শেরপুর পৌরসভার প্যানেল মেয়র নাজমুল আলম খোকন, শেরপুর পৌরসভার কাউন্সিলর ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম পোদ্দার ববি, প্রভাষক আশরাফুল আলম, শেরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রহমান শুভ, সাধারণ সম্পাদক সোহেল রানা, শহর ছাত্রলীগের সভাপতি রনি সরকার, সাধারণ সম্পাদক সৌরভ আহম্মেদ সুমন, শেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি এস এম শাকিল আহম্মেদ প্রমূখ। আলোচনা সভা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদেও মধ্যে পুরস্কার বিতরন করা হয়। বিকালে সাংস্কৃতিক অনুষ্টান পরিবেশন করা হয়।