ধুনটে ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
।
ধুনট(বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে মুজিববর্ষ উপলক্ষে ২ দিন ব্যাপী ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার পশ্চিম ভরণশাহী যুব সমাজের উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সাবেক ছাত্রলীগ নেতা নাজিরুল ইসলাম নান্নুর সভাপতিত্বে ঘোড় দৌড় প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন প্রধান অতিথি সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলাহজ্ব হাবিবর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ভাইস চেয়ারম্যান মহসিন আলম, ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন, বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজলীন নাহার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহান. রেজাউল করিম রেজা, যুগ্ম সাধারন সম্পাদক বাহাদুর আলী, সাংগঠনিক সম্পাদক ভিপি সাইফুল ইসলাম, রবিউল আওয়াল, কাউন্সিলর আলী আজগর মান্নান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি ও বর্তমান কমিটির সভাপতি জাকারিয়া খন্দকার প্রমুখ।