স্থানীয় খবর
শেরপুর সরকারি ডিজে মডেল হাইস্কুলে শিক্ষার্থীদের বিদায় ও বরণ অনুষ্ঠিত
ষ্টাফ রির্পোটার: বগুড়ার শেরপুর সরকারি ডি.জে মডেল হাইস্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ করা হয়েছে।
শেরপুর সরকারি ডি.জে মডেল হাইস্কুল প্রাঙ্গনে মঙ্গলবার ২৮ জানুয়ারি সকাল ১১টায় স্কুলের সভাপতি ও শেরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিয়াকত আলী সেখের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আখতার উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু, স্কুলের সাবেক সভাপতি বদরুল ইসলাম পোদ্দার ববি, শেরপুর পৌরসভার কাউন্সিলর রেজাউল করিম সিপ্লব, সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ আব্দুল হামিদ। অনুষ্টান পরিচালনা করেন সহকারী শিক্ষিকা সোহেলা পারভীন । মানপত্র পাঠ করেন বিদায়ী শিক্ষার্থী হুমায়রা ও রাবেয়া খাতুন।