ধুনটে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে বিভিন্ন উপকরন সহ বাইসাইকেল বিতারণ
ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সকালে উপজেলা চত্বরে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে শিক্ষা ও খেলাধুলা এবং সাংস্কৃতিক উপকরন সহ ৩০ টি বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
উপজেলার নির্বাহি কর্মকর্তা রাজিয়া সুলতানার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। এ সময় তিনি বলেন ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে অবহেলায় রেখে দেশের উন্নয় সম্ভব নয়। সরকারি হিসেবে দেশের মোট জনসংখ্যার মধ্যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা ৩০ লাখ ৮৭ হাজার, যা মোট জনসংখ্যা এক দশমিক শূন্য চার শতাংশ। এর মধ্যে অর্ধেক জনগোষ্ঠী বাস করে পার্বত্য এলাকায় আর বাকি ২৫ টি নৃগোষ্ঠীর ২৫ লাখ মানুষ বসবাস করে সমতলে। তাই সারা দেশের নেয় সব ক্ষেত্রে এই ধুনটের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের এগিয়ে নেয়ার জন্য কাজ করে যাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ভাইস চেয়ারম্যান মহসিন আলম, ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন, বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজনীন নাহার, যুগ্ম সাধারন সম্পাদক বাহাদুর আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল আলম, প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসি বেগম প্রমূখ।