স্থানীয় খবর
ধুনটে ২ মাদক সেবনকারী আটক
ধুনট (বগুড়া) প্রতিনিধি. বগুড়ার ধুনটে ২ মাদক সেবনকারীকে আটক করেছে থানা পুলিশ। সোমবার রাতে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের রামনগর বদির মোড় থেকে তাদের কে আটক করা হয়। আটককৃতরা হলো ওই গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে ইউনুস প্রাং (৩৫) ও মুঞ্জু মিয়ার ছেলে মামুন মিয়া (২৭)।
ধুনট থানার এসআই প্রদীপ কুমার বর্মন জানান, আটককৃত ২জন মাদক সেবন করে উপজেলার রামনগর গ্রামের বদির মোড় নামক স্থানে মাতলামী করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করে থানা হাজতে রাখা হয়। মঙ্গলবার তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়েরর পর আদালতে প্রেরণ করা হয়েছে।