নন্দীগ্রামে এসএসসি ও সমমান পরীক্ষা পরিচালনা সংক্রান্ত প্রস্তুতি মূলক সভা
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ নন্দীগ্রামে এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা পরিচালনা সংক্রান্ত প্রস্তুতি মূলক সভা/২০২০ অনুষ্ঠিত হয়েছে। নন্দীগ্রাম উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বেলা ৩ঘটিকায় নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে প্রস্তুতি সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক অফিসার একরামুল হক সরকার, নন্দীগ্রাম সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিব প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) গিরিশ চন্দ্র রায়, কাজী আঃ ওয়াজেদ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিব প্রধান শিক্ষক ফজলুর রহমান, সতীশ চন্দ্র কারিগরি স্কুল এন্ড বিএম কলেজ কেন্দ্রের কেন্দ্র সচিব অধ্যক্ষ পরিতোষ চন্দ্র সরকার, দামগাড়া কামিল মাদরাসা কেন্দ্রের কেন্দ্র সচিব অধ্যক্ষ একেএ আব্দুস সালাম, কালিশ পুনাইল মাদ্রাসা কেন্দ্রের কেন্দ্র সচিব অধ্যক্ষ মাহমুদুল হাসান, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সভাপতি আঃ বারিক, সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আঃ রউফ উজ্জলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।