শেরপুর মজিবর রহমান মজনু বালিকা উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ
ষ্টাফ রির্পোটার: বগুড়ার শেরপুর মজিবর রহমান মজনু বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান করা হয়েছে।
শেরপুর মজিবর রহমান মজনু গালস্ হাইস্কুল প্রাঙ্গনে বুধবার ২৯ জানুয়ারি সকাল ১১টায় স্কুলের শেরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিয়াকত আলী সেখের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য একেএম আসাদুজ্জামান,শেরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ নাজমুল ইসলাম,স্কুলের প্রধান শিক্ষিকা মোছা:আনোয়ারা খাতুন, শেরপুর পৌরসভার কাউন্সিলর রেজাউল করিম সিপ্লব। সহকারী শিক্ষিকা শামিম আরা বেগমের পরিচালনায় অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওবায়দুল হক, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা সামিদল ইসলাম, শেরপুর মহিলা কলেজের উপাধ্যক্ষ রুহুল আমিন, শেরপুর সরকারী মডেল ডিজে বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ আখতার উদ্দিন বিপ্লব, শেরপুর টাউন কলোনী এজে উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক সুধিন্দ্র নাথ রায়,সেরুয়া মডেল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আলহাজ্ব নুরুল ইসলাম জিন্নাহ । শেষে বিদ্যালয়ের ছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।