শেরপুরে রাস্তায় প্রতিবন্ধকতা জরিমানা গুনলেন একজন
ষ্টাফ রির্পোটার: বগুড়ার শেরপুরে রাস্তায় কাঠের গুড়ি,বালু,ইট-পাথর,যানবাহন রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা তৈরীর বিরুদ্ধে সচেতন করতে ব্যাপক প্রচার-প্রচারণা চালায় উপজেলা প্রশাসন। লোকজন মেনে চলছে কিনা তা দেখার জন্য ৩০ জানুয়ারি সরেজমিন পর্যবেক্ষণে নামেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ লিয়াকত আলী সেখ।
খন্দকারটোলা থেকে সাধুবাড়ী পর্যন্ত পর্যবেক্ষণে নেমে সাধুবাড়ী এলাকার রাস্তার উপরে বালু ফেলে জনসাধারণের এবং যানবাহনের চলাচলে প্রতিবন্ধকতা তৈরী করায় একজনকে জরিমানা করা হয়। এছাড়াও তিনজনকে সতর্ক করা হয়। উপজেলা নির্বাহী অফিসার বলেন,মুজিববর্ষে আমাদের প্রণীত পরিকল্পনা অনুযায়ি জনসাধারণের ব্যবহার্য রাস্তা কেউ যাতে প্রতিবন্ধকতা তৈরী করতে না পারে, সে জন্য সচেতনামূলক কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি এ ধরণের অপরাধের জন্য প্রতীকী জরিমানাও করা হচ্ছে। জনস্বার্থে এই কার্যক্রম অব্যাহত থাকবে।